- Priyanka ।। প্রিয়াঙ্কা
- Read Time: 1 min
- Hits: 2432
যদিও প্রেম নিয়ে লিখতে বসেছি, কিন্তু আমার আবার অপ্রেমের সঙ্গে একটা প্রেমের সম্পর্ক আছে। এমনি বদনাম। তাই বলে বিভিন্ন সময়ে প্রেমে পড়িনি, এমনটা দাবী করতে পারিনা। তবে এইযে বসন্তের আগমন, পলাশের আগুন, শিমুলে ঢেকে যাওয়া পিচের রাস্তা, হু হু হাওয়া, দোলের রং, আকাশের পরিবর্তন, কোকিলের ডাক, এবং বসন্তের আগমন মানে প্রেমের সাইরেন এই পরস্পর সম্পর্কিত ক্যাটালিস্টদের অবদান সম্পর্কে আমার সন্দেহ বাতিক মন চিরকাল সন্দেহ প্রকাশই করে এসেছে।
...