- Sudip Chakraborty ।। সুদীপ চক্রবর্ত্তী
- Read Time: 1 min
- Hits: 1648
ছলাৎ
সুদীপ চক্রবর্ত্তী
দোটানা রোদে জানালা উশখুশ
বন্ধ হয় খুলে যায় অনিয়ম
স্বভাব, কখনও তাকায় অশরীরী
দূরত্ব থাক, দূরত্বে থাক ঢেউ।
শব্দ সরিয়ে জাগতে থাকে ঘুম
আঁচড় কাটে মিথ্যা জন্মদাগ
বেরঙিন সব আগুন লিখি, মুছি
বৃষ্টিদিনে নূপুর ভেজায় কেউ।