প্রভু , রক্ষিবে মোর সন্তানে ।। অনুবাদ : সানিউল ইসলাম

 IMG 20180725 WA0026
 
প্রভু , রক্ষিবে মোর সন্তানে
বব ডিলান
অনুবাদ : সানিউল ইসলাম
 
ওঁর বয়সের জন্য ,ও জ্ঞানী
ও পেয়েছে অবিকল মায়ের আঁখি 
আছে উল্লাস ওঁর হৃদয়ে
ও নবীন আর ও বন্য
 
মোর শুধু এই প্রার্থনা
যদি আমি না পারি থাকতে সেথায়  প্রভু , রক্ষিবে মোর সন্তানে
 
যেহেতু ওঁর যৌবন হয়েছে এখন প্রস্ফুটিত
ও শতাব্দী পুরনো প্রবীন
ওকে খেলতে দেখে হই প্রসন্ন
কিছু যায় আসে না আমার কী পরিস্থিতি
কিছু যায় আসে না আমার কী নিয়তি
প্রভু , রক্ষিবে মোর সন্তানে
 
যেথা বিশ্ব নিদ্রারত  
তুমি দেখে হ’তে ক্রন্দনরত
কিছু পেয়েছো খুঁজে যোগ্য পরিশ্রমে  
আর আমি বেশী কিছু যদিও চাইনি 
কোন পার্থিব জিনিস ছুঁতে
প্রভু , রক্ষিবে মোর সন্তানে
 
ও নবীন আর অগ্নিভ
আশায় পরিপূর্ণ ও আকাঙ্ক্ষিত
একটা পৃথিবী যা ধর্ষিত, ধর্ষিত ও মলিনত
যদি কভু পথে খাই ঠোকর
আর দেখতে না পাই অন্য প্রহর
প্রভু , রক্ষিবে মোর সন্তানে
 
একদা সময় আসবে শুনি আমি ব’লায়  
যথা সব হবে মঙ্গলময়  
যথা ঈশ্বর ও মানুষ মিলন সাধবে  
কিন্তু যদা মানুষ না শেকল মুক্ত হবে   
আর সদাচার ধরাধামে বিরাজীবে
প্রভু ,রক্ষিবে মোর সন্তানে 
 
 
 

একক কবিতা সন্ধ্যা



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...