মার্চ ২০২০                                                  প্রচ্ছদ–ঋত্বিক ত্রিপাঠী    

প্রেমপত্র ।। সুদীপ্ত চক্রবর্তী

 

প্রিয়তমাসু,
আমি বুকের ভেতর পাহাড় পুষেছিলাম সেই কবে, পাহাড়টার নাম দিয়েছিলাম বিষাদ;  শীত গেছে অনেকদিন, শীত ঘুম ভাঙছে সব শীতল রক্তের, বাতাসে দখিন হাওয়ার আনাগোনা, তুমি আলমারিতে তুলে রাখছো সব শীতের পোশাক, আলমারি খুলতেই বেরিয়ে এসেছে একটা নদী, সেই নদীতে তুমি ভাসতে গেলে আমায় নিয়ে, ভাসতে ভাসতে সৃষ্টির কাছে পৌঁছে যাই যদি... বুকের কাছে পাহাড়টার উপস্থিতি টের পাই বেশ, হয়তো তার ভেতরেও ঝর্ণার জল টলটল করছে।
   তোমার স্বাদ কোরকে তখন ভীষণ উদ্দামতা, পাগল তুমি আমায় গিলে নিতে চাইছো, ধরো তোমার জিভ সাপের জিভের মতো দু-ভাগ করা, হিসহিস শব্দ বেরোচ্ছে, তুমি জিভ ঢুকিয়ে দিচ্ছ আমার মুখের ভেতর দিয়ে, তারপর গলা পেরিয়ে,
বুক পেরিয়ে, পেটের ভেতর সব অন্ত্রের ভেতর দিয়ে তোমার জিভ এগিয়ে যাচ্ছে সৃষ্টির কাছে, তোমার জিভের আঘাতে বুকের পাহাড়টা ভেঙে গেছে তখন, আমার শরীর গুঁড়িয়ে, পায়ু দিয়ে বেরিয়ে আসছে পাহাড়টার বুকের ঝর্ণার জলের ধারা, তারা মিশে যাচ্ছে বাইরের নদীটার বুকে, আমার শরীর থেকে খুব্লে তুলছো মাটি, একা একাই মূর্তি গড়ছো একটা কিছুর, আমি, মাটি হয়ে যাওয়া আমি তাকিয়ে দেখছি সে মূর্তি আমারই রূপ পাচ্ছে একটু একটু করে। তারপর সেই মূর্তি নিয়ে ফিরে যাচ্ছ তুমি নিজের দেশ; আমি, জলে মিশে যাওয়া আমি তোমার মিলিয়ে যাওয়া দেখছি।
   ঘরে ফিরে বিছানায় আদর করে বসিয়ে রেখেছো হয়তো, তোমার বুকের গভীরে হাত ঢুকিয়ে তুলে আনছ হয়তো প্রাচীন সুগন্ধি, ছড়িয়ে দিচ্ছ আমার মূর্তির শরীরে। তারপর এক কাপ চা হাতে নিয়ে এসে দাঁড়িয়েছো, ডাক দিচ্ছ আমার নাম ধরে, মশারি সরিয়ে বেরিয়ে আসছি আমি, মূর্তি ভেঙে শরীর বেরিয়ে আসছে একটা, গুটি ভেঙে বেরিয়ে আসা প্রজাপতির মতো করে, চা খেয়ে উঠে আমি দেখছি তুমি শীতের পোশাক তুলে রাখছো আলমারিতে। বাতাসে এখন দখিন হাওয়ার শনশন আওয়াজ,  শীত চলে গেলো অনেকদিন।

                                 ইতি তোমার......

একক কবিতা সন্ধ্যা



সহজ কবিতা সহজ নয় কঠিনও নয়



মহুল ওয়েব প্রকাশিত বিভিন্ন সংখ্যা



করোনা Diary



আমাদের কথা

আমাদের শরীরে লেপটে আছে আদিগন্ত কবিতা কলঙ্ক । অনেকটা প্রেমের মতো । কাঁপতে কাঁপতে একদিন সে প্রেরণা হয়ে যায়। রহস্যময় আমাদের অক্ষর ঐতিহ্য। নির্মাণেই তার মুক্তি। আত্মার স্বাদ...

কিছুই তো নয় ওহে, মাঝে মাঝে লালমাটি...মাঝে মাঝে নিয়নের আলো স্তম্ভিত করে রাখে আখরের আয়োজনগুলি । এদের যেকোনও নামে ডাকা যেতে পারে । আজ না হয় ডাকলে মহুল...মহুল...

ছাপা আর ওয়েবের মাঝে ক্লিক বসে আছে। আঙুলে ছোঁয়াও তুমি কবিতার ঘ্রাণ...